1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ভোলায় এনসিটিএফ এর নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

দ্বীপজেলা ভোলায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন।

এসময় সঞ্চালনা করেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এবং রিমা আক্তার শিমু।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাসফিয়া রশিদ তমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ তওসিফ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুকাইয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) নির্বাচিত হয়েছেন নুর ফাতেমা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) নির্বাচিত হয়েছেন মোঃ জাবের, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন সাফা ইসলাম, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন আশফিক, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন তাসকিনা মেহজাবিন অধরা, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন।

নির্বাচনে এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা ভোলা জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ