স্টাফ রিপোর্টারঃ
ভোলায় নার্সিং শিক্ষায় বৈষম্য ও অবমূল্যায়নের কারণে সৃষ্ট জটিলতা নিরসন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার ভোলা নাসিং ও মিডওয়াইফারি কলেজের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহবানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এসময় শিক্ষার্থীরা জানান, স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক জিপিএ, অধিক মেয়াদকাল, অধিক ক্রেডিট, সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ও কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ তিন বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার বিষয়ে কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফদের যৌক্তিক দাবি তুলে ধরেন।
এসময় তারা নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার আশ্বাসের সফল বাস্তবায়নের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি মোঃ সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন, সুমাইয়া আফরিন স্বর্না, লিমা প্রমি, মুন্নী, সাদিয়, মুমতাহিনাসহ আরো অনেকই বক্তব্য রাখেন।