স্টাফ রিপোর্টারঃ
ভোলায় জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮ টায় ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি, দক্ষ ও সুনাগরিক গড়ার লক্ষ্যে শিক্ষা শিবির-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
প্রধান অতিথি ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না। ত্যাগ-কোরবানি ব্যতীত সাফল্য আসবে না, পৃথিবীর কোন বিপ্লবের সফলতা ত্যাগ ব্যতীত সম্ভব হয়নি। ত্যাগ স্বীকার ব্যতীত ইসলামী বিপ্লব সম্ভব নয়। ত্যাগ শিকার ব্যতীত জান্নাতও অর্জন করা যাবেনা। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ভোগ-বিলাস, আরাম-আয়েশকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ত্যাগ শিকার ও জান মালের কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে।
ভোলা জেলা আমির মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপিিতত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও গবেষণা ইউনিট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি মাওঃ ফজলুল করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, ভোলা সদর আমির মাওলান কামাল হোসাইন, ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ, বোরহান উদ্দিন উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মাকসুর রহমান, দৌলতখান উপজেলা আমীর হাসান তারেক হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আমীর মাওলানা আব্দুর রব, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, মনপুরা উপজেলা আমি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। শিক্ষা শিবিরে ভোলা পৌরসভা, ভোলা সদর, বোরহানউদ্দ, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার সকল পুরুষ সদস্যগণ (রুকন) উপস্থিত ছিলেন।