1. admin@news.bholarnews.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

পিসিসি’র স্থানীয় সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে অনুষ্ঠিত হলো সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা। রবিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক এ.সি.ডি অর্জুন। পিসিসি’র প্রজেক্ট মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ওয়াসি এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে পিসিসি কর্তৃক কাচিয়া ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুরাদ শফিউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুরক্ষা কমিটির সদস্য সুফিয়া বেগম, কাচিয়া উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন, সাংবাদিক শরীফ হোসাইন, আরিফুল ইসলাম রিয়াজ ও শাহরিয়ার ঝিলন।

ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় পিসিসির দেয়া বিনামূল্যের গরু-ছাগল, হাঁস-মুরগী, শষ্যবীজ, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী ও প্রশিক্ষণ পেয়ে নিজেদের সাফল্যের গল্প ব্যক্ত করেন উপকারভোগি সদস্য মরিয়ম বেগম ও আফরোজা আক্তার।

পিসিসির নবায়নকৃত প্রকল্প সম্পর্কে এবং বিগত অর্থবছরের কার্যক্রম ও আগামী কার্যক্রমের ধরন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আব্দল্লাহ আল ওয়াসি ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ। বক্তারা সকলেই প্রকল্পটির প্রসংশা করেন এবং এর ব্যাপ্তি অন্যান্য ইউনিয়নে ছড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় বিগত মেয়দি প্রকল্পের শেষ ত্রৈমাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগি প্রতিবন্ধী ব্যক্তিসহ সুরক্ষা কমিটির সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, প্রতি ৩ মাস অন্তর অন্তর পিসিসি প্রকল্পের স্থানীয় সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ