1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের সাথে হাফিজ ইব্রাহিমের মতবিনিময়

  • প্রকাশ কাল শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলা-২ আসনের বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন পৌরবাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বাজার কমিটির সভাপতি নাছির আহমেদ বাকলাইর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনের মাঠে শুক্রবার রাত ১০ টায় এ সভা হয়েছে। এ সময় তিনি বাজার ব্যবসায়ীদের সমস্য কথা শুনেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজারের পরিধি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার করবেন। তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। এ সময় বক্তব্য রাখেন দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরোয়ার আলম খাঁন, কাজী শহিদুল আলম নাছিম, বাজার কমিটির সম্পাদক মো: সাহাবুদ্দিন বাচ্চু, ব্যবসায়ী নুরে আলম তালুকদার, অলি পলোয়ান, মনির হোসেন। শাহজাদা ভাষানীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, যুবদলের আহবায়ক সিহাব উদ্দিন হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ