চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশনের মাসুদ হত্যা মামলার প্রধান আসামী আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মতিঝিল থাকার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সোহান সরকার।
তিনি বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার হাসানগঞ্জ এলাকার ৪নং ওয়ার্ডে আল-আমিন নিহত মাসুদের বাসায় গিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। মাসুদ চাঁদা দিতে অস্বীকার করায় আল-আমিনের সাথে থাকা ৩০/৪০ সাঙ্গ-পাঙ্গরা মাসুদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মাসুদের ভাই রায়হান বাদী হয়ে দুলারহাট থানায় ২০ জনের নাম উল্লেখপূর্বক ১৪৩/৩৪১/৪৪৮/৩৮৫/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩৭৯/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামী করা হয়েছে। যার মামলা নং-০৩, তারিখ-০৫/০৪/২০২৫ইং। ওই হত্যাকান্ডের পর থেকে আল-আমিন বিভিন্ন স্থানে পালিয়ে বেরান। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবির সহায়তায় মতিঝিল থানার এলাকা হতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আল-আমিনকে গ্রেফতার করা হয়। আজ (শনিবার) তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওই কর্মকর্তা। এ পর্যন্ত মাসুদ হত্যা মামলার প্রধান আসামী আল-আমিনসহ আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, নিহত মাসুদ আল-আমিনের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত ৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় মাসুদের বাড়ীতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে আল-আমিন। এ ঘটনায় ওই দিন (৪/৪/২৫) তারিখ রাতেই দুলারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৯ জনকে গ্রেফতার করে। আল-আমিন দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব ছিলেন।