স্টাফ রিপোর্টারঃ
ইচ্ছে করেই সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ কর্তৃক ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এতে নদীর মধ্যে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো বলে জানিয়েছেন লঞ্চের যাত্রীরা। বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টার দিকে চাদঁপুর নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, এমভি সম্পদ লঞ্চ ঢাকা সদর ঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে বিকাল ৪টায় ছেঁড়ে আসে। তার আধাঘন্টা আগে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি একই ঘাট থেকে বিকাল সাড়ে ৩টায় ছেঁড়ে আসে। কর্ণফলী-৩ লঞ্চের গতি কম হওয়ায় আধা ঘণ্টা আগে ছেড়ে আসার পরেও স¤পদ লঞ্চের পরে কর্ণফুলী-৩ ভোলায় পৌঁছে। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে চাদঁপুর মোহনায় এমভি সম্পদ লঞ্চ ক্রোস করে প্রায় সামনে চলে আসার সময় এমভি কর্ণফুলী ৩ লঞ্চটি পিছনের সাইট থেকে এমভি সম্পদ লঞ্চকে উদ্দেশ্য প্রনোদিতভাবে ধাক্কা দেয়। এতে এমভি সম্পদ লঞ্চের বডিতে ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও দুই লঞ্চের যাত্রীদের জীবন নিরাপত্তা নিয়ে ছিলো ব্যাপক শঙ্কা। এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকা-ের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এমভি সম্পদ লঞ্চ কর্তৃপক্ষ পোর্ট অফিসারকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কর্ণফুলী-৩ লঞ্চের সুপারভাইজার জসিম জানান, সম্পদ লঞ্চ আমাদের কর্ণফুলী-৩কে ওভারটেক করার সময় আমাদের লঞ্চের পাশেই বয়া ছিলো। এজন্য চাপিয়ে দেওয়ায় সম্পদ লঞ্চের পিছনে ধাক্কা লেগেছে। তবে ইচ্ছাকৃতভাবে নয়।