স্টাফ রিপোর্টারঃ
ব-দ্বীপ ভোলার ২০লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল কলেজ স্থাপন, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ ভোলা জেলা শাখা। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ভোলা শহরের সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ সময় বক্তারা বলেন, ভোলার ২০ লাখ মানুষের জন্য ২৫০শয্যার একটি হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক ও নার্সসহ জনবল সংকটের কারনে প্রতিদিনি মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই হাসপাতালটির অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, রোগীরা সাধারণ গ্যাস্টিকের ব্যাথা নিয়ে হাসপাতালে গেলে সেখান থেকে বরিশাল রেফার করা হয়। গত কয়েক দিনে বরিশাল নেওয়ার পথেই বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় মেডিকেল কলেজ করার কথা থাকলেও প্রভাবশালী এক নেতার ব্যক্তিগত স্বার্থের জন্য ভোলায় মেডিকেল কলেজ করতে দেওয়া হয় নাই। তাই দ্বীপ জেলা ভোলার ২০লাখ মানুষের কথা চিন্তা করে বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাই।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র দ্বীপ জেলা ভোলা। এখানে প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়ে থাকে। দেশের মোট ইলিশের তিনের একভাগ ভোলা থেকে আহরণ করা হয়। একই সঙ্গে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস। কিন্তু ভোলা থেকে সড়ক পথে কোনো যোগাযোগের ব্যবস্থা না থাকায় এখানকার উৎপাদিত পন্যসহ মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। রাত হলেই এখানকার মানুষ অসহায় হয়ে পড়ে। জরুরী প্রয়োজনে ভোলা থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না।
বক্তারা আরো বলেন, গত আওয়ামী লীগ সরকার ভোলা-বরিশাল সেতু করতে বেশ কয়েকবার সম্ভাবতা যচাইয়ের নামে বিপুল পরিমান টাকা লুটপাট করেছে। কিন্তু সেই সেতুর বাস্তাবায়ন আজও হয়নি। তাই দ্রুত ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন চাই। এই সঙ্গে ভোলায় বিপুল পরিমান গ্যাস মজুদ থাকলেও ভোলার মানুষ সেই গ্যাস থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার পাশাপাশি এখানে গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে এবং ভোলা থেকে গাড়ীতে করে গ্যাস নেওয়া বন্ধ করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ব-দ্বীপ ছাত্র কল্যাণ সাংসদের জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, ছাত্র নেতা রাহিম ইসলাম, এনসিপি প্রতিনিধি মো. আকিব ও মো. মেহেদী হাসান প্রমুখ।