1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা! সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা দিনমজুর পরিবারকে বসত বাড়ি থেকে উৎখাতের চেষ্টা ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে” ভোলায় মানববন্ধন ছাত্র-জনতা ইন্ট্রাকোর এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান ঢাকা নেয়ার পথে আটকে দিলো লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বিদ্যুৎস্পৃষ্টে লালমোহনে পরিচ্ছন্নতাকর্মীর মৃ*ত্যু ভোলার কাচিয়ায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ভোলার পশ্চিম ইলিশায় বাপ ডেকেও রক্ষা হলোনা বৃদ্ধ দুলাল মিয়ার

বিদ্যুৎস্পৃষ্টে লালমোহনে পরিচ্ছন্নতাকর্মীর মৃ*ত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
oplus_1024

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. বাবুল হোসেন নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। মৃত যুবক বাবুল হোসেন পৌরসভার ৮নং ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে বাবুলকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাবুল হোসেন নামে ওই যুবক লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তবে কী কারণে ওই যুবক সেখানে গিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ