1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী ভোলা সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • প্রকাশ কাল সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক:

আজ সোমবার (১২ রবিউল আউয়াল) বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে মতো ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ কতৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ভোলা সরকারি কলেজ হল রুমে দিনটির তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় আলোচনা সভা, কেরাত ও কুইজ প্রতিযোগিতা এবং বাদ যোহর কলেজে জামে মসজিদে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজ সহযোগী অধ্যাপক (সমাজকর্ম বিভাগ) ও বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক সুলতান মাহামুদ রিয়াজ’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, উপাধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ ।

সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ