1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশ কাল শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা জেলা উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভোলা জিয়া আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ মুহাম্মদ শওকাত হোসেন, এড. সাজেদা আখতার প্রমুখ। এ সময় প্রশাসনসহ বিভিন্ন পেশায় কর্মরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বাঁধন তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তারা বলেন, আসুন আজকের দিনে আমরা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাই, তাদের সম্মান করতে শিখি এবং নারী ও কন্যা শিশুর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। নারীদের নিজের ক্ষমতায়নে তাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ