1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ ভোলায় দেরিতে আসা চিকিৎসককে ছাত্র-জনতার অভিনব শ্লোগানে প্রতিবাদ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-স্মারকলিপি প্রদান তজুমদ্দিনের শম্ভুপুর ওলামা দলের সভাপতির উপর হামলা বোরহানউদ্দিনে ১শ’ ৫৬ প্রাথমিক বিদ্যালয়ে ১ ঘণ্টা কর্মবিরতি ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ভোলায় অটোরিকশার চাপায় প্রান গেলো দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদে বঞ্চিতদের নিয়োগের দাবি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান

পর্নোগ্রাফি মামলার আসামী শরীফ গ্রেফতার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামী মো. শরীফ (২১) কে গ্রেফতার করেছে ভোলা র‌্যাব-৮-এর একটি দল। সোমবার (১১ মার্চ) রাত ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে বোরহানউদ্দিন থেকে আটক করা হয়।

র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‌্যাবের একটি দল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী মো. শরীফকে গ্রেফতার করে।

জানা গেছে, গত বছর ভোলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭নং ওয়ার্ডে মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। অভিযুক্ত শরীফ এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এক বছর পর, ভিকটিম ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে শরীফ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ধর্ষণের ভিডিওটি আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার দক্ষিণ আইচা থানায় গত ২৫/২/২৫ তারিখ গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। অভিযুক্ত শরীফ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের দালালপুর ১নং ওয়ার্ডের নূর আলমের ছেলে। তাকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। সরকার এই অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। র‌্যাব-৮ এর এই সফল অভিযান তারই প্রতিফলন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ