1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

চরফ্যাশন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

চরফ্যাশন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কলেজের মাঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পরে জাতীয় পতাকা উত্তলন, প্রধান অতিথিকে বিএনসিসির গার্ড অব অনার, মাঠ ফাস্ট ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. বদিউর রহমান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলাউদ্দিন, জনতা বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক, মো. আলাউদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মো. কামাল উদ্দিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. জাফর ইকবাল, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোসা. সাহনুর বেগম, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সৈকত হোসেনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. হাসান মোর্শেদ ও শায়লা পারভীন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ