1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

ইলিশায় রাস্তা সংস্কারের অভাবে আতঙ্কে শতাধিক পরিবার

  • প্রকাশ কাল শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশার ইউনিয়ন কালুপুর ১নং ওয়ার্ডে চর আনন্দ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের এক কিলোমিটারের রাস্তা দিয়ে কয়েকশো পরিবারের যাতায়াত করে। আর এই রাস্তার সাথে সংযুক্ত রয়েছেন খাল। সরজমিনে দেখা যায়, খালের পানির স্রোতের কারণেই ভেঙে যাচ্ছে রাস্তা। ইতিমধ্যে রাস্তার অধিকাংশেই পানির স্রোতের কারণেই ভেঙ্গে পরেছে। আর এই ভাঙার কারণে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে রাস্তা।

উল্লেখ বিষয়, ওই রাস্তা দিয়ে চলাচল কারি কয়েকশো পরিবারের বাসা বাড়ীর পানি রাস্তার উপর দিয়ে খালে প্রবেশ করে। যদি একটি কালভার্ট তা হলে এ সমস্যা হতো না। আগামী বর্ষায় আতংকে আছে ওই এলাকার কয়েকশো পরিবার। বর্ষার আগে যদি রাস্তাটুকু পাইলিং না করা হয় তাহলে কোনভাবেই চলাচল করতে পারবে না ওই এলাকার মানুষ। লক্ষ্য করা যায়, ভাঙা এই রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরাও আসা যাওয়া করে পড়া লেখা করার জন্য।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ি জুয়েল ফরাজী বলেন, কয়েকশো পরিবার এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তার সাথে সংযুক্ত খাল পাইলিং না থাকার কারণে ভেঙে যাচ্ছে রাস্তা। খালের সাথে থাকা রাস্তাটুকু যদি পাইলিং করে দেওয়া হয় তাহলে মানুষের চলাচল করতে পারবে। অতিদ্রুত সরকারের পক্ষ থেকে রাস্তাটুকু পাইলিং করে দেওয়া হয়।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক আলমগীর বলেন, সামনের বর্ষায় কোন ভাবেই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না, যদি পাইলিং না করা হয়। সরকারের পক্ষ থেকে অতিদ্রুত এই রাস্তাটুকু পাইলিং করে দেওয়া হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ