স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ ঐতিহ্য ও জ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঐতিহ্য ও জ্ঞান উৎসবে ভাষা দিবসের বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, দেশত্ববোধক গান ও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা স্টল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রতিটি আয়োজনে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত প্রোগ্রামে জেলা পর্যবেক্ষক-২ ইসমাইল আদনান এর সঞ্চালনায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ফিল্ড অফিসার শেখর কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা সমন্বয়ক আরিফ চৌধুরী ও উক্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাজউদ্দীন নাঈম, সহ-সভাপতি মাহমুদ হাসান, জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটিসহ অন্যন্য উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ এর চেয়ারম্যান আক্তার হোসেনের দিক নির্দেশনায়- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হোসেন ফরাজি ও জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের পর্যালোচনার মাধ্যমে উক্ত প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়।
প্রধান অতিথি বিচারক দেলোয়ার হোসেন বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে শুভবুদ্ধি ও দিকনির্দেশনা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও রাখবে বলে আমি আশাবাদী। এ সংগঠন ভবিষ্যতে সমাজের উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রম অব্যহত রাখবে। ভোলা জেলা থেকে পথযাত্রা শুরে করে সমগ্র বাংলাদেশে আধুনিকতার চোয়ায় মডেল দেশ গড়তে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।