1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

লুটেরা দুর্নীতিবাজদের রুখতে হবে, একুশের চেতনা দিয়ে : আলোচনায় বক্তারা

  • প্রকাশ কাল শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলা জেলার সুজন ও সম্মিলিত সামাজিক আন্দোলনের ভোলার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) মিউনিসিপাল কো-অপারেটিভ ভাবনে আয়োজিত আলোচনা সভায় সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা সুজন সম্পাদক মহিউদ্দিন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, সামাজিক আন্দোলন সম্পাদক গোলাম মহিউদ্দিন, শিক্ষক আবু তাহের, অ্যাডভোকেট শাহাদ হোসেন শাহিন, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন।

সভায় বক্তাগণ বলেন একুশ আমাদেরকে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। তাই একুশের চেতনা দিয়ে চলমান সকল দখলদার, লুটেরা, দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। দেশের আইন-শৃঙ্খলা অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তাগণ বলেন সরকারকে কঠোর হস্তে শাসন পরিচালনা করতে হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ