স্টাফ রিপোর্টারঃ
ভোলা শহরের কিচেন মার্কেট স্থানান্তর নিয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। শনিবার বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।
তিনি আরো জানান, কিচেন মার্কেটে জিজেইউএসের একটি বাজার রয়েছে। মার্কেটটি স্থানান্তরিত হলে তা জনশূন্য হয়ে পড়বে এবং এতে আমাদের সংস্থাও ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে আমরাও চাই মার্কেটটি বর্তমান অবস্থানেই থাকুক। তিনি স্পষ্ট করে বলেন, কিচেন মার্কেট স্থানান্তরের সিদ্ধান্ত একমাত্র পৌরসভার এখতিয়ারভুক্ত। এ বিষয়ে জিজেইউএসের কোনো ভূমিকা নেই এবং সংস্থাটি এ প্রক্রিয়ার সাথে কোনোভাবেই জড়িত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের প্রতি ইঙ্গিত করে মহিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এই অপপ্রচার চালিয়েছেন তারা বিষয়টি সম্পর্কে না জেনেই তা করেছেন।