1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে ভোলায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৯ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ভোলায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকাল ৮ টায় ব্যাংকের হাটের কলেজ মাঠ থেকে এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ১৫ থেকে ৫০ উর্ধ্ব বয়সী ৫০ জন প্রতিযোগি অংশ নেয়। প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এবং করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানায়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।

মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাফায়েতুল ইসলাম এবং জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১ম বিজয়ী মোঃ আব্দুল্লাহ, ২য় মোঃ এনায়েত, ৩য় মোঃ তাজবিয়ান, ৪র্থ মোঃ তানজিল, ৫ম মোঃ মুজাইফা। পর্যায়ক্রমে মোঃ আব্দুল্লা ভূমিষ্ঠ অদব, মোঃ শামীম, মোঃ হাসান, মোঃ ফারহান আদর, আঃ খোমেন, মোঃ সিয়াম, মোঃ ওসমান, মোঃ ইয়াসির আরাফাত, মোঃ আবির, মোঃ ইব্রামসহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ