স্টাফ রিপোর্টারঃ
ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)’র সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলামের উদ্যোগে ভোলার বোরহানউদ্দিনে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার বড় মানিকা ৩নং ওয়াডের কেরামতগঞ্জের মানিকা রোটারি ভিলেজ কোরের সামনে এ ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার মানিকা রোটারি ভিলেজ কোর প্রতিষ্ঠানটি নদী তীরবর্তী চরঅঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। দুস্থ্য ও নিন্ম আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)’র সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে দিন দিনব্যাপী মেডিসিন ও ডেন্টাল চিকিৎসকরা সেবা প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানিকা কেরামতগঞ্জের চিকিৎসা সেবা নিতে আসেন অসহায়, গরীব, দুস্থ্য শ্রেণীর লোকজন। ডেন্টাল সার্জন হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন বোরহানউদ্দিন মানিকার সন্তান আশরাফ আলী বিশ্বাস রিয়াদ।