লালমোহন প্রতিনিধিঃ
লালমোহন উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতিজনকে ৫০ হাজার করে ৬১ জন দুরারোগ্য রোগীর মধ্যে ৩০ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সভাপতিত্বে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।