স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলাধীন রাজাপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে জাঁক-জমক ভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কয়েকটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ইভেন্টগুলি মধ্যে হাঁড়ি ভাঙ্গা, নৃত্য, জীবন খুশি তেমন সাজ উপভোগ করেছে দর্শকরা। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেয়া চৌধুরীর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অতিথি মোর্শেদ আলম নোমান, পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরে আলম পাটোয়ারী, নুরুল হুদা, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি ইকবাল রাজু, সংবাদকর্মী শফিক খান প্রমুখ।