1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ

দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সিনিয়র শিক্ষক নুসরাত সুলতানা সুমি’র সঞ্চালনায় প্রধান শিক্ষক এ.কে.এম মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়তি রাণী কৈরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, মহিলা কলেজ অধ্যক্ষ জাবির হাচনাইন জাকির, সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক মাহমুদা আক্তার, ছাকিনা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রাহিমা আক্তার, মো. হাবিব উল্লাহ, হামিদ উল্লাহ পারভেজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নোমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, পৌর জামায়াতের আমির প্রভাষক গোলাম মাওলা, দৌলতখান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ