দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) জেলা তথ্য অফিসের উদ্যোগে লেজপাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী এর সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: তৌহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আহসান উল্লাহ্, মো: আব্দুল হান্নান এবং সাজেনুর বেগম উপস্থিত ছিলেন।
নারী সমাবেশে বক্তারা সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও নাশকতা, বাল্যবিবাহ, ইভটিজিং ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও ম্ল্যূবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সদাচরণ এবং তাদেরকে সমাজের মূলস্রোতে অংশগ্রহণের সুযোগ প্রদান, শিশুরা যাতে পানিতে ডুবে অকালে মারা না যায় সেদিকে সচেতনতা সৃষ্টি ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে তিন’শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।