1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের নিজস্ব মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং পতাকা উড়িয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক মাস্টার।

ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব হাওলাদার এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সম্পাদক মোতাছিম বিল্লাহ, ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফিরদাউস বাহাদুর হাওলদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাভলু, ভোলা সদর থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।

উপস্থাপক তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় ও ক্রীড়া শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ সময় অনুষ্ঠানে সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বিস্কুট দৌড়, মোড়গ লড়াই, লাফ দড়ি, উচ্চ লাফ, খেলাসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের পৃথক পৃথক গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ