স্টাফ রিপোর্টারঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ, দ্রুত গণতন্ত্রের পথচলা নিশ্চিত করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে সমাবেশ করবে ভোলা জেলা বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারী সকালে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিসভায় নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মনির, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল,
যুগ্ম আহ্বায়ক নজরুল কাজী, ফারুক দেওয়ান, আকবর কমান্ডার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।