1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

পশ্চিম ইলিশায় বিএনপির কর্মীকে কুপিয়ে জখম

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম জয়নাল মুন্সীর ছোট ভাই নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করেছে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের ভাই রিপন হাজী ও ভাগিনা মোঃ রায়হান সিকদার।

গতকাল ১২ই ফেব্রুয়ারী সন্ধ্যায় পশ্চিম ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত নিজামুদ্দিন ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।

নিজামুদ্দিন জানান, জহির চেয়ারম্যান ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের উপর তার ভাই রিপন হাজী ও তার ভাগিনারা আলিমাবাদ থেকে এসেও অনেক নির্যাতন করেছে। তাদের নির্যাতনে আমার ভাই কবরে গেছে। এখন আওয়ামীলীগ পতন হলেও জহির চেয়ারম্যান এর রাজত্ব কমেনি। আমাদের এলাকায় বিএনপির একটি প্রোগ্রাম হবে সেই মানুষ বলতে গেছি হাওলাদার বাজার। এর মধ্যে আমাকে রিপন হাজী, রুবেল হাজী ও রায়হান এসে বলে তার বাবা কে কে মারছে। আমি বললাম আমিতো কিছুই জানিনা। এ কথা বলার পরই রায়হান আমার নাকে ঘুষি মারে। নাক পেটে রক্ত বের হলে সবাই আমাকে ধরে বাসায় নিয়ে যায়। আমি কিছুক্ষণ পর আমাদের পুরান বাড়ী থেকে নতুন বাড়ীতে যাওয়ার পথে রায়হানসহ কয়েকজনে পিছন থেকে এসে আমাকে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ে গেলে তারা চলে যায়।

নিজামুদ্দিন আরো বলেন, রিপন, রায়হান আওয়ামীলীগের আমলেও প্রভাব কাটিয়েছে, এখন বিএনপির আমলেও নাম বিক্রি করে আমাদের রক্ত জড়াচ্ছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে রিপন হাজীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাজারে যা ঘটেছে তা সত্য। আমার ভাগিনা নাকে আঘাত করেছে তবে পরবর্তীতে কি হয়েছে জানিনা, তবে আমার ভাগিনা একটু বেয়াদব।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ