1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

দৌলতখানে বিনামূল্যে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ

  • প্রকাশ কাল শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখানে বিনামূল্যে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরন বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর প্রতিনিধি মো. হজরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মন্ডল, শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা। সভা সঞ্চালনা করেন (জিজেইউএস)’র উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ। এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে ‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

ডা. অরুণ কুমার সিংহ জানান, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে ছোপযুক্ত এবং আকর্ষণীয় বাঁকা শিংয়ের অধিকারী। গবেষণায় জানা গেছে, একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য এই গরুর দুধ খাওয়াতেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধিবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জাতের গরুর মাংসও বেশ সুস্বাদু।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ