দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখান থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।