লালমোহন প্রতিনিধিঃ
লালমোহনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এই টালমাটাল পরিস্থিতিতে লালমোহনের মতো জায়গায় এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করা অনেক কষ্টকর। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় উপজেলা ক্রীড়া সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, আজকের এই ফাইনাল খেলা আমি যতটুকু দেখেছি অত্যান্ত ভালো খেলা হয়েছে। এদের মধ্যে অনেক সম্ভবনাময় খেলোয়াড় রয়েছে। এদেরকে যদি রাষ্ট বা ক্রিকেট বোর্ড পৃষ্টপোষকতা করে। তাহলে ভবিষ্যতে এরা জাতীয় দলের খেলোয়াড় হয়ে বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, লালমোহন নয়ানীগ্রাম ক্রীড়া সঙ্গ এবং চরফ্যাশন ক্রিকেট একাদশ। খেলায় নয়ানীগ্রাম ক্রীড়া সঙ্গ, চরফ্যাশন ক্রিকেট একাদশকে ৪ উকেটে হরিয়ে বিজয় লাভ করেন। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান। এছাড়ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ফ্রীজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ভার্চ্যুয়ালী খেলাটি উদ্বোধন করেন মেজর হাফিজ।