1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

স্ত্রীর স্বীকৃতি পেতে স্বেচ্ছাসেবক লীগনেতার বাসায় ২ সন্তানের মা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়কের বাসায় অবস্থান নিয়েছেন দুই সন্তানের মা খাইরুন নেছা পুষ্প নামে (৩০) এক নারী। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টার মহল্লায় হুমায়ুন কবির রাজনের বাসায় অবস্থান নেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। হুমায়ুন কবির রাজন ওই ওয়ার্ডের মৃত মুনছুর আলী ছেলে। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি ও উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। খাইরুন নেছা পুষ্পর বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। ১০ বছর আগে চরফ্যাশনে পারিবারিক ভাবে বিয়ে হয় তাঁর। সেই ঘরে দুই ছেলে সন্তান হয়।

পুষ্প জানান, রাজন তাঁর স্বামীর ফুফাতো বোনের জামাই। ২০২৩ সালে রাজনের সঙ্গে পরিচয় হয় তাঁর। সম্পর্কের জেরে প্রায়ই তাঁর স্বামীর বাড়িতে যেতেন রাজন। কথা হতো মেসেঞ্জারে। এক সময় তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছর জানুয়ারিতে তাঁকে চট্টগ্রাম নিয়ে যান রাজন। সেখানে নিয়ে বিয়ের আশ্বাস দেন। সেই মোতাবেক চট্টগ্রামের বাইজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা একটি বাসা ভাড়া নিয়ে থাকেন কিছুদিন। এরপর স্বামী আমানকে রাজনের পরামর্শে গত বছরের ফেব্রুয়ারি মাসে তালাক দেন। জুলাই মাসের ৩১ তারিখে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন তাঁরা। বিয়ের কিছুদিন পরই অন্তঃসত্ত্বা হন তিনি। এরপর বিপত্তি বাধে গত ৫ আগস্ট সরকার পতনে।

রাজনৈতিক পটপরিবর্তনের পরই আত্মগোপনে চলে যান রাজন। তখন থেকে পুষ্পর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন তিনি। রাজনৈতিক সমস্যা দেখিয়ে গর্ভের সন্তান নষ্টের পরামর্শ দেন তিনি। তাঁর কথা মতো সন্তান নষ্ট করেন পুষ্প। এরপর থেকে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

আত্মগোপনে থাকা হুমায়ুন কবির রাজনের মুঠোফোনে পুষ্পের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে তিনি তাঁর প্রথম স্ত্রী রাশেদা বেগম বেনুকে দোষী করে বলেন, আজকের এই পরিস্থিতির জন্য আমার স্ত্রী দায়ী। তাঁর আত্মীয়তার সূত্র ধরেই এই মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটার চরিত্র ভালো নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ