1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

ভোলা বোরহানউদ্দিনে সু-শাসনের জন্য নাগরিক সুজনের আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশ কাল রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

বোরহানউদ্দিন উপজেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের বিদ্যমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী ও দৌলতখান সুজনের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের উপস্থিতিতে বোরহানউদ্দিন সুজনের বর্তমান সভাপতি মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাছির পাটোয়ারীর সঞ্চালনায় পাবলিক লাইব্রেরিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সুশীল সমাজের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সকলেই দেশের বিভিন্ন সামাজিক অবক্ষয় ও দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন। আর এসব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী, তাই সদস্য সংখ্যা বৃদ্ধি করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ মনিরুজ্জামানকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মোঃ নাছির পাটোয়ারীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর জাতীয় ইস্যু বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে সকলকে কাজ করতে হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ