1. admin@news.bholarnews.com : admin :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

ইলিশায় দরিদ্র নারীদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

  • প্রকাশ কাল রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ভোলার ইলিশায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএস উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর। এ সময় শাখা ইনচার্জ রুম্মান ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে ২৫ জন দরিদ্র নারী অংশ নিচ্ছেন, যাদের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে। জিজেইউএস ও পিপিইপিপি-ইইউ এর কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ