1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের হস্তক্ষেপে সংঘর্ষের ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশ কাল বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) রাতে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের উদ্যোগে আয়োজিত ওই সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-বাহিনী প্রতিনিধি, কোস্টগার্ডের প্রতিনিধি, সকল রাজনৈতিক ব্যক্তি, বাস-সিএনজি শ্রমিক নেতাদের সমঝোতায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দীর্ঘ আলোচনার পর বৈঠকে এই সিন্ধান্ত হয়ে যে, বাস-সিএনজি পূর্বের ন্যায়ই স্বাভাবিকভাবে চলাচল করবে। কেউ কারো প্রতি কোন প্রকার হস্তক্ষেপ এবং নৈরাজ্যের সাথে জড়াবে না। অপরদিকে কেউ কাউকে আসামী করে কোন মামলা মোকদ্দমায়ও জড়াবে না।

উল্লেখ্য , মঙ্গলবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। রাতের সংঘর্ষের পর বুধবার সকালে শহরের মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করে এবং কয়েকটি সিএনজিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর জেরে সিএনজি শ্রমিকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

বুধবার সকাল থেকে বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘট চলমান আছে , যার ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে, অফিসগামী, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ১০টি বাস ভাঙচুর করা হয়েছে এবং ৭-৮টি সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া, দুটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

২৯ জানুয়ারি সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সভায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে সংঘর্ষের ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার দুপক্ষের সমঝোতা ।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ