দৌলতখান প্রতিনিধিঃ
দ্বীপ জেলার ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় কলেজ মাঠে প্রভাষক মো. নুরুজ্জামান সোহাগের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট মো. মোবাশ্বের আলম ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী।
এসময় উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মো. পিয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতের আমির মো. হাসান তারেক হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম টপি, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ছাকিনা আদর্শ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ। শিক্ষার্থীরা পড়ালেখা করলেই হবে না, তারা পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে। তবেই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত হবে।