মনপুরা প্রতিনিধিঃ
মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকলে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির।
এ সময় হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক জোসনা রাণী দাস, সহকারী শিক্ষক তপন চন্দ্র হাওলাদার, সহকারী শিক্ষক শ্রীমান্ত কুমার দাস, সহকারী শিক্ষক রাজিব চন্দ্র দাস উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষ ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।