1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ আজাদের সভাপতিত্বে শিবপুর উন্নয়ন ফাউন্ডেশন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রহমানের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় তারা শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অন্তত ৪০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সেক্রেটারি মোঃ আব্দুল গাফফার, শিবপুর ইউনিয়নের তত্ত্বাবধায়ক আব্দুল মোতালেব, সেক্রেটারি মোঃ ইমরান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ ইয়াসিন, পেশাজীবি ইউনিটের সভাপতি ইউসুফ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আবু জাফর, মোঃ খলীল, মোঃ জিদান, শিবপুর ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাসনাইন প্রমূখ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ