ভোলা প্রতিনিধিঃ
বর্নাঢ্য আয়োজনে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে অভ্যর্থনা প্রদান, ব্যাচ পরিধানের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল চন্দ্র শীল, সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। উদ্বোধনের পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মাঠ পরিদর্শণ করেন। পরবর্তীতে প্রধান অতিথির অনুমতিক্রমে বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্ট ও ক্রীড়া দলের সমন্বয়ে মার্চপাসের মাধ্যমে অভিভাদন গ্রহণ। মশাল জ্বালিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ শেষে দিনভর স্কুলের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় দিবা শিফটে বড় দলের ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর কোকাব, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর নেহাল, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর নাজমুল। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর ওসমান, ২য় হয়েছেন ৯ম শ্রেণীর কোকাব, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর নোমান। বস্তায় দৌড়ে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর নাজমুল, ২য় হয়েছেন ৯ম শ্রেণীর মো. ওসমান, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর মো. রাফি। উচ্চ লাফে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর কোকাব, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর হাসান, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর নাজমুল।
সবুজ মধ্যম দলের ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর তাওফিক কবির, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর ওয়ালিদ, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর জারির আহমেদ। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর সাদমির ইসলাম, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর তাওফিফ কবির, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর ফাইয়াজ হোসেন। শটপুট নিক্ষেপে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর তাওফিফ কবির, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর সাদমির ইসলাম, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর সাফিন। উচ্চ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর সাদমির ইসলাম, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর জারির আহমেদ, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর ফাইয়াজ হোসেন।
নীল মধ্যম দলের উচ্চ লাফে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর ফাইয়াজ হোসেন, ২য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. আনাফ আদিল, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর মো. হাবিবুর রহমান। ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর মো. বিপ্লব, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর মাইনুল আলম, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর আল সামি। ভারসাম্য দৌড়ে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর সাইদুল ইসলাম, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর এহসানুল হক সাকি, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর নাবিউল আল মাহি। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর মাহাবুব হাসান মাহিন, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর মো. বিপ্লব, ৩য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. আহনাফ আদিল।
হলুদ ছোট দলের স্কিপিং-এ ১ম হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মমিনুল ইসলাম সাব্বির, ২য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. জোবায়ের রায়হান, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর সাফি উদ্দিন সাফী। উচ্চ লাফে ১ম হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. হোসাইন, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর মো. রেদোয়ান, ৩য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. রাহান। ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর ঐশিক চন্দ্র দে, ২য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. ছাবির, ৩য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. জারিফ হোসাইন।
লাল ছোট দলের ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর হোজাইফা তাওহীদ, ২য় হয়েছেন ৩য় শ্রেণীর ইসতিয়াক, ৩য় হয়েছেন ৪র্থ শ্রেণীর অরণ্য ভদ্র। বিস্কুট দৌড়ে ১ম হয়েছেন ৪র্থ শ্রেণীর মো. রামিম, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর ফারুক আবদুল্লাহ, ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর আব্দুস সালাম। মোরগের যুদ্ধতে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর মো. আসিম, ২য় হয়েছেন ৫ম শ্রেণীর সামির, ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর আহসান হাবিব। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর হোজাইফা তাওহীদ, ২য় হয়েছেন ৫ম শ্রেণীর সামির সিকদার, ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর মো. জুনায়েদ।
শিশু দলের ৫০ মিটার অংক দৌড়ে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর আরবার, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর তাফিফ, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর রায়হান। মোড়গের যুদ্ধে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর আরাফাত, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর সামি, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর রায়হান। ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর রায়হান, ২য় হয়েছেন ৩য় শ্রেণীর আরাফাত, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর নিশান দে। ব্যাঙ্গ দৌড়ে ১ম হয়েছেন ৪র্থ শ্রেণীর আবু বকর, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর তাফিফ, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর আরাফাত।
বিএনসিসি দল (প্রস্তুতি দৌড়ে) ১ম হয়েছেন ৯ম শ্রেণীর ইয়াছিন আরাফাত, ২য় হয়েছেন ১০ শ্রেণীর মোহাইমিনুল ইসলাম, ৩য় হয়েছেন ১০ শ্রেণীর ইফতেখার আহমেদ ইজাজ। স্কাউট দল (প্রস্তুতি দৌড়ে) ১ম হয়েছেন পরীক্ষার্থী মো. শাফায়েত, ২য় হয়েছেন ৯ম শ্রেণীর মো. আল ফারাবী, ৩য় হয়েছেন ১০ শ্রেণীর মো. আশফিকুর। রেডক্রিসেন্ট দল (প্রস্তুতি দৌড়ে) ১ম হয়েছেন ৯ম শ্রেণীর আসিবুল হক তালহা, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর রুহান মাহমুদ, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর জুবায়ের ইসলাম। শটপুট নিক্ষেপে (প্রাক্তন ছাত্রদের জন্য)-এ ১ম হয়েছেন জিম-ব্যাচ-২০০৯, ২য় হয়েছেন রাহাদ-ব্যাচ-১৯৯১, ৩য় হয়েছেন ইশতিয়াক-ব্যাচ-২০০৩। শিক্ষকদের বালতিতে বল নিক্ষেপে ১ম হয়েছেন শেখ আবু তালেব স্যার, ২য় হয়েছেন গোপাল চন্দ্র দে স্যার, ৩য় হয়েছেন মো. কামরুল ইসলাম স্যার। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ২০০ মিটার দৌড়ে ১ম হয়েছেন শ্যামল, ২য় হয়েছেন হালিমা, ৩য় হয়েছেন ফিরোজ। মহিলা অতিথিদের বালিশ বদলে ১ম হয়েছেন বিবি ফাতেমা বেগম, ২য় হয়েছেন কুলসুম বেগম, ৩য় হয়েছেন খাদিজা বেগম।
অন্যদিকে প্রভাতি শিফটে বড় দলের ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর সিয়াম, ২য় হয়েছেন পরীক্ষার্থী মাহিন, ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর ফারহান। দীর্ঘ লাফে ১ম হয়েছেন পরীক্ষার্থী তারেব রহমান, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর রুহান মাহমুদ, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর সুদিপ্ত ঘোষ। বস্তায় দৌড়ে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর রুহান, ২য় হয়েছেন পরীক্ষার্থী তারেক, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর রাত্তহা। উচ্চ লাফে ১ম হয়েছেন পরীক্ষার্থী তারেক রহমান, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর নোহান, ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর রুপান্ত।
সবুজ মধ্যম দলের ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর ফাইয়াজ ইয়াফি, ২য় হয়েছেন ৯ম শ্রেণীর আব্দুল কাদের, ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর মো. সোয়েব। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর ফাইয়াজ ইয়াফি, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর সোহান, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর জুনায়েদ। শটপুট নিক্ষেপে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর রাহাত, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর শিবাশীষ, ৩য় হয়েছেন ১০ম শ্রেণীর রোজেন। উচ্চ লাফে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর আব্দুল্লা যুবায়ের, ২য় হয়েছেন ৯ম শ্রেণী সোয়েব ইসলাম, ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর সাফায়াত হোসেন।
নীল মধ্যম দলের উচ্চ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর সৃজন, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর মো. আবদুল্লাহ, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর মো. তাশরিফ। ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর তিহান, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর অনিরুদ্দ ঘোষ সৃজন, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর ইউসা আলিফ। ভারসাম্য দৌড়ে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর সাইদুল রহমান, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর তাহফিম শাহরিয়ার, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর ইউসা আলিফ। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৮ম শ্রেণীর তিহান, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর তাশরিফ, ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর মো. আ: রাজ্জাক ইয়াহিয়া।
হলুদ ছোট দলের স্কিপিং-এ ১ম হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর আবরার ফাইয়াজ, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর মো. নিলয়, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর মাসফি। উচ্চ লাফে ১ম হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. আবরার ফাইয়াজ, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর মাসফি, ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর নিহাল ইবনে নাজিম। ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৭ম শ্রেণী মো. নাইম হোসেন, ২য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. জিসান উদ্দিন, ৩য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মো. আবরার ফাইয়াজ।
লাল ছোট দলের ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর রিসান, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর বেদান্ত তালুকদার, ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর জুনায়েদ হাসান। বিস্কুট দৌড়ে ১ম হয়েছেন ৪র্থ শ্রেণীর রাজু ঘোরামী, ২য় হয়েছেন ৫ম শ্রেণীর মোহাম্মদ ওয়াসি, ৩য় হয়েছেন ৪র্থ শ্রেণীর নিগম। মোরগের যুদ্ধতে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর মো. রিসান, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর নিগম বেপারী, ৩য় হয়েছেন ৪র্থ শ্রেণীর কৃষাণ। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর মো. ওয়াসিফ মুমেম, ২য় হয়েছেন ৫ম শ্রেণীর মো. জুনায়েদ হাসান, ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর রিসান।
শিশু দলের ৫০ মিটার অংক দৌড়ে ১ম হয়েছেন ৪র্থ শ্রেণীর দেব চন্দ্র দে, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর তাওসান আলম আবির, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর বায়েজিদ। মোড়গের যুদ্ধে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর তাওহিদ, ২য় হয়েছেন ৩য় শ্রেণীর ইফাজুর রহমান, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর আরাফাত। ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর তাওহিদ, ২য় হয়েছেন ৩য় শ্রেণীর নিশাদ, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর বায়েজিদ। ব্যাঙ্গ দৌড়ে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর মো. নিশাদ, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর মিরার শাহরিয়ার, ৩য় হয়েছেন ৪র্থ শ্রেণীর ইসরাক চৌধুরী ফাহিম। শিক্ষকদের বালতিতে বল নিক্ষেপ (প্রভাতি)-এ ১ম হয়েছেন নাজির স্যার, ২য় হয়েছেন রাসেল স্যার, ৩য় হয়েছেন বেলাল স্যার। পুরুষ অতিথিদের বালতিতে বল নিক্ষেপে ১ম হয়েছেন জাহাঙ্গীর আলম, ২য় হয়েছেন মনির সর্দার, ৩য় হয়েছেন মাহাবুব। যেমন খুশি তেমন সাজ (সকল ছাত্রদের জন্য)-এ ১ম হয়েছেন ফায়ার আল আবির, তবে ২য় ও ২য় স্থান অর্জণকারীর নাম না পওয়া দেয়া গেল না।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল হকসহ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখা করলেই হবে না, তারা পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে, তবেই সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।