1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
oplus_2

ভোলায় ‘শিক্ষা বাজেট’ বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে জিজেইউএস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগীতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, সফলতা ও চলমান সমস্যা বিষয়ে তৃর্ণমূল মানুষের দাবী ও আকাঙ্খার প্রতিফলন অন্তর্ভুক্ত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে এ সভার উদ্যেগ গ্রহন করা হয়েছে।

আগামীর বাজেটে অংশীজনের ভাবনা নিয়ে আলোচনা করে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষা বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানের দাবী জানান। সভার সভাপতিত্ব করেন, জিজেইউএস পরিচালক হুমায়ুন কবীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের, গণসাক্ষরতা অভিযান বিশেষ প্রতিনিধি উৎপলা দাস, জিজেইউএস পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, আলমগীর হোসেন।

মূল প্রবন্ধ পাঠ করেন গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামসুন নাহার কলি। সভায় এনজিও প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, এসএমসি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ