স্টাফ রিপোর্টারঃ
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভোলায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। বেলুন ও ফ্যাস্টুন উড়ানোর মধ্য দিয়ে ভোলা সরকারি কলেজ মাঠে সোমবার (২০ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান, জেলা তথ্য অফিসার নূর নবী, কমিটির সদস্য মুনতাছির আলম রবিন চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় জেলার ৭ উপজেলার ১৪টি এবং ভোলা পৌর সভার ২টি মোট ১৬দটি দল টুর্নামেন্টে অংশগ্রহন করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পবিত্র কুমার মজুমদার, নাজমুল হাসান, কামরুল হাসান, জাবেদুর রহমান। উদ্বোধনী দিনে ভোলা সদর বালক ও বালিকা এবং চরফ্যাশন বালক ও বালিকা ট্রাইবেকারে জয়লাভ করে। আগামী ২৩ তারিখ দুপুর ২টায় বালিকা এবং ৩টায় বালক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।