1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে ১ জেলে নিখোঁজ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন মাঝি মো. দুলাল (৪০)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার সদর উপজেলার শিবপুর মাছঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিখোঁজ দুলাল মাঝির পরিবারের কান্না আর আকুতিতে ভারী হয়ে উঠেছে মেঘনার তীর। পরিবারে একমাত্র আয়ের উৎস ছিলেন তিনি। মহাজনের লক্ষ লক্ষ টাকা দাধন এবং কিস্তির ঋণে জর্জরিত একটি হতদরিদ্র পরিবার।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথটীম দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে সাড়া রাত অভিযান পরিচালনা করেও নিখোঁজ দুলাল মাঝির সন্ধান মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শিবপুর মাছঘাটের পূর্বপাশে মেঘনায় জাল ফেলে অপেক্ষা করছিলেন দুলাল মাঝি। এসময় দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর দিকে একসাথে আসা তিনটি বাল্কহেডের প্রথমটি দুলাল মাঝির নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়। আশপাশের অন্যান্য নৌকা ও ট্রলার দ্রুত এগিয়ে গিয়ে নৌকাটি উদ্ধার করলেও দুলাল মাঝিকে পায়নি তারা।

নিখোঁজ দুলাল মাঝির পরিবার নদীর তীরে ছুটে আসেন এবং তাদের আহাজারিতে নদীর পাড়ে শোকের মাতম নেমে আসে। তার বাড়ি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীর্ত্তি গ্রামে। তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন বলেন, ‘উল্টে যাওয়া নৌকাটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। নিখোঁজ মাঝিকে উদ্ধারে অভিযান চলছে। বাল্কহেডটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’ বাল্কহেডটির গতিবিধি ও দায়িত্বশীলদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ