বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সড়ক দুর্ঘটনায় রিপন মাতাব্বর (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা- চরফ্যাশন মহাসড়কে মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার পক্ষিয়া ৮নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে।
স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন সড়কের কবিরের দোকানের এলাকায় একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রিপন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেওয়ার পরে মেডিকেল অফিসার ডাক্তার মোঃ রাশেদুল ইসলাম তাকে মৃত্যু বলে ঘোষণা দেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।