বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে গত কয়েকদিন যাবত সংগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় কোন্দলের জেরে হামলা-পাল্টা হামলার পর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সবুজ বরদার কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বোরহানউদ্দিন উপজেলার আহ্বায়ক মো.সিহাব উদ্দিন ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি বিকাল ৫.৩০ ঘটিকায় ইউনিয়ন বিএনপি নেতা মো. সম্রাট হাওলাদারকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন একই ইউনিয়নের যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ বর্দার। এ ঘটনাকে সম্পূর্ণভাবে দলের শৃঙ্খলা পরিপন্থি এবং ঘৃণিত অপরাধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ধরনের গুরুতর কর্মকান্ডের জন্য তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা সবুজ বর্দার শান্তির হাট বাজার সংলগ্ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের বর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্টের পর থেকে তার হাতে অসংখ্য নিরীহ ও নিরপরাধ লোক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। গত ১৭ বছর আওয়ামী সরকারের জুলুম- নির্যাতনের স্বীকার এই এলাকার জনগণ। তারা অতীতের মতো নির্যাতনের দৃশ্য আগামীতে আর দেখতে চায় না। ইউনিয়নে সকল জনগণের প্রাণের দাবি তারা যেন গঙ্গাপুর ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে সুন্দর একটি সমাজে বসবাস করতে পারে।
অন্যদিকে বিএনপি উপজেলা নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।