মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় উপজেলা চত্বরের সামনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ টিপু সুলতান, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম শাহীন, সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ।