1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সেচ প্রকল্প জবর দখলের অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্প জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যকালমা এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সেচ প্রকল্পের ম্যানেজার মো. সজিব। তিনি মধ্যকালমা এলাকার মোশারেফ হোসেন সাজির ছেলে।

অভিযোগ করে সেচ প্রকল্পের ম্যানেজার মো. সজিব জানান, আমি ২০১৯ সাল থেকে বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় চাষিদের জমিতে ন্যায্যমূল্যে পানি দিচ্ছি। তবে গত কয়েকদিন আগে হঠাৎ করেই স্থানীয় মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মো. ভুট্টু মাতাব্বর, মো. বাবুল সাজি, মো. মজু মাতাব্বর এবং মো. জুবায়েরসহ অন্তত ১০ থেকে ১২ জন মিলে জোরপূর্বক আমার সেচ প্রকল্পের পাম্পের ঘরে তালা মেরে দেন। যার কারণে আমি ঘরটি না খুলতে পেরে পানি সেচ দিতে পারছি না। তালা মেরে জোরপূর্বক দখলের পর তারা এলাকাবাসীদের কাছে বলে বেড়াচ্ছেন এই সেচ প্রকল্প এখন থেকে তারাই পরিচালনা করবেন। তাদের এমন কর্মকান্ডে আমি বিষ্মিত।

তিনি আরো জানান, ঘটনাটি আমি স্থানীয় অনেককেই জানিয়েছি। স্থানীয়ভাবে কোনো ফয়সালা না পেয়ে ন্যায় বিচার পেতে মঙ্গলবার রাতে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। দ্রুত যদি আমার সেচ প্রকল্পটি চালুর ব্যবস্থা করা না হয় তাহলে দুইশত কৃষকের অন্তত ৫০ একর জমির ধান রোপণে ব্যাঘাত ঘটবে। তাই আমি প্রশাসনের কাছে দ্রুত আমার সেচ প্রকল্পটি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়ার বিনীত অনুরোধ করছি।

সেচ প্রকল্প দখলের ব্যাপারে মো. শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই, তবে স্থানীয় অন্য লোকজন এর সঙ্গে জড়িত। তারাই জোরপূর্বক সজিবের ওই সেচ প্রকল্পটি দখল করেছে বলে শুনেছি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ