1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় মাদকবিরোধী প্রীতি ফুুটবল ম্যাচ অনুষ্ঠিত। মঙ্গলবার (১৪ জুন) বিকেল তিনটায় জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে প্রফেসর এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভোলা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে একই কলেজের শারীরিক শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন।

মাঠের চারপাশে কানায়-কানায় ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে ৬০ মিনিটের খেলা শেষে ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরল ইসলাম, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলার এইচ এম মুস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাহিদুল ইসলাম।

সঞ্চালনায় তালহা তালুকদার বাঁধনসহ আরো উপস্থিত ছিলেন দূর-দূরান্ত থেকে আগত কলেজের শিক্ষার্থীসহ ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

এরপর অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষে জেলা অতিরিক্ত মেজিস্টেট মোফাস্মের আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ