1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ভোলা সদর ইউএনও গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

রাতের আঁধারে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল চন্দ্র শীল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (৬ জানুয়ারি) রাত ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার কাচিয়া পরানগঞ্জ বাজার, বোর্ড ঘর, পাইলট বাজার, ইলিশা কাচারি, হাজির হাট, জংশন বাজার এলাকায় দুঃস্থ, অসহায়, পথচারী, রিক্সাচালক, অটোরিক্সা চালক, চায়ের দোকানদার, পানের দোকানদার, ভ্রাম্যমাণ হকারসহ সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন ভোলা সদর উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও সজল চন্দ্র শীল। কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল এর হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে ইউএনও সজল চন্দ্র শীল বলেন, প্রচন্ড শীতে ভোলা সদর উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায় সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে এবং  উপজেলার সকল ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি কম্বল বিতরণ করা হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ