1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

সহযোগী অধ্যাপক হলেন ভোলার ৩ শিক্ষা কর্মকর্তা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ১ জন এবং সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ২ জনসহ ভোলা জেলায় সর্বমোট ৩ জন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এসব কর্মকর্তারা শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের সদস্য।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেডে পদোন্নতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। য় পদোন্নতি প্রাপ্ত শিক্ষা কর্মকর্তারা হলেন-ভোলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. হুমায়ুন কবির, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ইতিহাস বিভাগের মো. হুমায়ুন কবির এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. ফরিদুজ্জামান। উল্লেখ্য, গত ৬ জানুয়ারী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ