1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

লালমোহনে ২ কসাই’র ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ কাল শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ২ কসাইকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) ভোরে পৌরসভার উত্তরবাজার কসাইপট্টিতে এ অর্থদ- করা হয়। পরে ওই দুই কসাইকে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, মাংস বিক্রেতা হানিফ কসাইর ছেলে রুবেল ও মোতালেব কসাইর ছেলে রিপন রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ ঘটনাস্থলে যান। এসময় দুই কসাই দোষ শিকার করায় জনসস্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে পশু জবাই ও মাংসের মান-নিয়ন্ত্রণ ২০১১ আইনে দুই কশাইকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কতিপয় অসাধু মাংস ব্যবসায়ী প্রায়ই খাওয়ার অনুপযোগী অসুস্থ পশু জবাই করে পৌরসভার উত্তরবাজারসহ বাজারের বিভিন্ন স্থানে দিনরাত মাংস বিক্রি করেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলী জানান, খবর পেয়ে আমরা দ্রুত অভিযুক্তদের দোকান পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরুর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদ- করা করি।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ