ভোলা প্রতিনিধিঃ
ভোলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ উৎসব সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় রবিবার (৫ জানুয়ারি) শহরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পর্যায়ের এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক মেহেদী হাসান, সাবেক কাউন্সিলর বশির হাওলাদার। উক্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠানে ৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক আজাদ জাহান শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।