1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতখান পৌরমহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশ কাল সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে পৌরসভার মহিলা দলের আয়োজনে আনোয়ার হোসেন কাঁকন’র বাসার আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেতাকর্মীরা দৌলতখান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলারা দল বল নিয়ে সভাস্থলে উপস্থিত হন ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী জনাবা মাফরুজা সুলতানার নেতৃত্বে দৌলতখানের মহিলা দলকে সু-শৃংখল ভাবে সঙ্গবদ্ধ করে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে এই বিজয় দিবসে অস্বীকার বদ্ধ হন।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন কাঁকন, পৌর যুবদল নেতা আলমগীর হোসেন এবং উপজেলা বিএনপি’র আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে পৌরসভার মহিলা দলের আয়োজিত সভায় সভাপতি মরিয়ম খানম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন তার তত্বাবধানে দৌলতখানের মহিলা দলের রাজনৈতিক পরিবেশ ভবিষ্যতেও সুন্দর ও সুসংগঠিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ